ঢাবি ভর্তি প্রস্তুতি | গ বিভাগ | ২০২১-২২ সালের প্রশ্ন থেকে
ভর্তিচ্ছুদের প্রস্তুতির সহায়ক হতে দ্যা ডেইলি ক্যাম্পাস নিয়ে এসেছে বিগত বছরের প্রশ্ন। আয়োজনের এ অংশে থাকছে সাধারণ ঢাবি গ ইউনিটের ২০২১-২২ সালের সমাধানসহ প্রশ্ন।
বাংলা
01. 'আকস্মিক' এর বিপরীত শব্দ কোনটি?
A. তাৎক্ষণিক
B. ইদানীং
C. চিরন্তন
D. অনির্দিষ্ট
02. বাংলা ধ্বনিতত্ত্বে জিহ্বার উচ্চতা অনুসারে প্রথম বাংলা স্বরধ্বনি কোনটি?
A. অ
B. আ
C. ই
D. ও
03. নিচের কোন বানানটি শুদ্ধ?
A. স্বত্ব
B. পিপিলিকা
C. সংশ্রব
D. ভূল
04. 'অপরিচিতা' গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
A. ভারতী
B. সবুজপত্র
C. কল্লোল
D. মাহে নও
05. 'ঝান্ডা' শব্দটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ হলো-
A. ঝাড়
B. যুদ্ধ
C. পতাকা
D. আগুন
06. 'ফল্গু’ কী?
A. ফাল্গুন
B. অন্তঃসলিলা একটি নদী
C. নদীর প্রবল স্রোত
D. যমজ নক্ষত্র বিশেষ
07. কোনটি কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস?
A. অগ্নি-বীণা
B. শিউলিমালা
C. যুগবাণী
D. মৃত্যুক্ষুধা
08. 'গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী।'- 'ঐকতান' কবিতায় রবীন্দ্রনাথের মতে কী সর্বত্রগামী হয়নি?
A. কবির মর্মের বেদনা
B. কবির কবিতা
C. কবির নাটক
D. কবির জীবনবোধ
09. নিচের কোন বানানটি শুদ্ধ নয়?
A. পরিষ্কার
B. পুরষ্কার
C. নিলীমা
D. পক্ব
10. 'বিষাদ-সিন্ধু' কোন সমাস?
A. রূপক কর্মধারয়
B. মধ্যপদলোপী কর্মধারয়
C. উপমান কর্মধারয়
D. উপমিত কর্মধারয়
11. 'ধনধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা।' এটি কোন ধরনের খণ্ডবাক্য?
A. বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য
B. বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য
C. ক্রিয়া-বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য
D. ক্রিয়া স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য
12. 'নগদ' কোন ভাষার শব্দ?
A. ফরাসি
B. আরবি
C. ওলন্দাজ
D. হিন্দি
Answer Keys : 1.C 2.C 3.A,C 4.B 5.C 6.B 7.D 8.B 9.B 10.A 11.B 12.B
English
Choose the correct prepositions (Questions 13-14)
13. He was angry -----me for no reason
A. for
B. over
C. with
D. upon
14. I bumped----- one of my school friends at Shahbag yesterday.
A. to
B. with
C. at
D. into
Fill in the blanks with appropriate words (Questions 15-17)
15. The car broke down and we ---- get a taxi.
A. are to
B. had to
C. have to
D. need to
16. I found the movie completely ------.
A. engrossed
B. engross
C. to engross
D. engrossing
17. When the guests arrived, they -----lunch.
A. had
B. have had
C. were having
D. have
18. What is the meaning of the idiom 'To call it a day'?
A. Stop working on something
B. Work hard for something
C. Start working on something
D. Restart working on something
19. It is high time we ----- home.
A. return
B. had returned
C. returned
D. had been returned
20. Choose the pair that expresses a relationship similar to SCISSORS: BARBER.
A. Wagon:Farmer
B. Color:Painter
C. Cloth:Tailor
D. Saw:Carpenter
21. The synonym of 'Intrepid' is-----.
A. fearless
B. coward
C. indifferent
D. unmindful
22. Which underlined word is an adverb?
A. This house is -fine-.
B. This shirt suits me -fine-.
C. He had to pay a -fine- for being late.
D. The company was -fined- Taka ten thousand.
23. Find the correctly spelt word.
A. accomodate
B. acomodate
C. accommodate
D. acommodate
24. Identify the correct sentence.
A. One of my friends is a lawyer.
B. One of my friends are a lawyer
C. One of my friend is a lawyer.
D. One of my friends are lawyers
Answer Keys: 13.C 14.D 15.B 16.D 17.C 18.A 19.C 20.D 21.A 22.B 23.C 24.A
হিসাববিজ্ঞান
25. অনুপার্জিত আয় সমন্বয় কী নির্দেশ করে?
A. দায় হ্রাস এবং আয় বৃদ্ধি
B. আয় হ্রাস এবং সম্পদ হ্রাস
C. সম্পদ বৃদ্ধি এবং আয় বৃদ্ধি
D. সম্পদ বৃদ্ধি এবং আয় হ্রাস
26. নিচের কোন লেনদেনটি করলে কোম্পানির মোট সম্পত্তি ১৫,০০০ টাকা বৃদ্ধি পালে
A. নগদ ১৫,০০০ টাকার দায় পরিশোধ করা হলে
B. নগদ ১৫,০০০ টাকায় একটি গাড়ি ক্রয় করা হলে
C. ধারে ১৫,০০০ টাকায় আসবাবপত্র ক্রয় করা হলে
D. দেনাদারের কাছ থেকে ১৫,০০০ টাকা আদায় করা হলে
27. তারল্য অনুপাত নির্দেশ করে -----।
A. ব্যবসায়ের দায় পরিশোধের ক্ষমতা
B. ব্যবসায়ের সকল দায় অর্থায়নে আর্থিক সম্পদের প্রাপ্যতা
C. ব্যবসায়ের চলতি দায় পরিশোধের ক্ষমতা
D. ব্যবসায়ের দীর্ঘমেয়াদি দায় পরিশোধের ক্ষমতা
28. Beta Car Wash Co. গত মাসে ১০০টি গাড়ি ওয়াশ করেছিল। ওয়াশের জন্য তারা গাড়ি প্রতি ৭ টাকা চার্জ করে। ঐ মাসে কোম্পানির শুধু ৮৩ টাকা ইউটিলিটি, ৩০০ টাকা মজুরি এবং ৩১ টাকা সাবান বাবদ খরচ হয়। মজুরি বাবদ অর্থ পরিশোধ করা হয়েছিল কিন্তু ইউটিলিটি এবং সাবান বিল পরিশোধ করা হয়নি। ঐ মাসে বিটার নিট আয় বা লোকসান কত?
A. ২৮৬ টাকা নিট লোকসান
B. ২৮৬ টাকা নিট আয়
C. ৩২৫ টাকা নিট আয়
D. ৩২৫ টাকা নিট লোকসান
29. সাধারণত ডেবিট ব্যালেন্স থাকা হিসাবসমূহ হলো-।
A. সম্পদ, ব্যয় এবং আয়
B. সম্পদ, দায় এবং মালিকের উত্তোলন
C. সম্পদ, ব্যয় এবং মালিকানাস্বত্ব
D. সম্পদ, মালিকের উত্তোলন এবং ব্যয়
30. প্রারম্ভিক মজুতমাল ৭,৫০০ টাকা, ক্রয় ৫২,৫০০ টাকা, বিক্রয় ৫০,০০০ টাকা এবং লাভের হার ২০% হলে সমাপনী মজুদমাল কত হবে?
A. ২০,০০০ টাকা
B. ২৩,৫০০ টাকা
C. ১৭,৫০০ টাকা
D. ১০,০০০ টাকা
31. কয়েক বছর আগে DTCL ট্রেডার্স ৫,০০,০০০ টাকা ব্যয়ে একটি অফিস সরঞ্জাম ক্রয় করে, যার ভগ্নাবশেষ মূল্য ধরা হয় ৫০,০০০ টাকা। বার্ষিক ১০% হারে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে অদ্যাবধি পুঞ্জীভূত অবচয় হয়েছে ২,২৫,০০০ টাকা। আজ যদি এটি ২,৫০,০০০ টাকায় বিক্রয় করা হয়, কত টাকা লাভ বা ক্ষতি হবে?
A. ক্ষতি ৩,০০,০০০ টাকা
B. ক্ষতি ২৫,০০০ টাকা
C. লাভ ২৫,০০০ টাকা
D. লাভ ২,৭৫,০০০ টাকা
32. ABC লিমিটেড প্রতিটি ১০ টাকা করে ১০,০০০ একক প্রারম্ভিক মজুদ পণ্য নিয়ে ব্যবসা শুরু করে। উক্ত কোম্পানি জানুয়ারির ১৬ তারিখে প্রতিটি ১১ টাকা করে ৫,০০০ একক এবং জানুয়ারির ২৫ তারিখে প্রতিটি ১২ টাকা করে ৩,০০০ একক পণ্য ক্রয় করে। জানুয়ারির ২৯ তারিখে কোম্পানি প্রতিটি ২৫ টাকা করে ১২,০০০ একক পণ্য বিক্রয় করে। FIFO পদ্ধতিতে সমাপনী মজুদ পণ্যের মূল্য কত হবে যদি কোম্পানি অবিরাম মজুদ পণ্য পদ্ধতি অনুসরণ করে?
A. ৬০,০০০ টাকা
B. ৬৯,০০০ টাকা
C. ৬৩,৬৬৭ টাকা
D. ৯৬,০০০ টাকা
33. নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়?
A. বিমা খরচ
B. প্রত্যক্ষ মালামাল
C. কলকজার সরলরৈখিক অবচয়
D. ব্যবস্থাপকের বেতন
34. বছরের শুরুতে ABC ট্রেডার্সের মোট সম্পদ ছিল ১০,০০,০০০ টাকা এবং দায় ছিল ৫,০০,০০০ টাকা। সারা বছরে সম্পদ বৃদ্ধি পায় ২,০০,০০০ টাকা এবং দায় হ্রাস পায় ১,৫০,০০০ টাকা। উক্ত বছরে আয় ২০,০০,০০০ টাকা, ব্যয় ১২,০০,০০০ টাকা এবং উত্তোলন ৩,০০,০০০ টাকা ছিল। বছর শেষে নিট সম্পদের পরিমাণ কত হবে? [DU: 21-22]
A. ৫,০০,০০০ টাকা
B. ৮,৫০,০০০ টাকা
C. ১৩,৫০,০০০ টাকা
D. ১৬,৫০,০০০ টাকা
নোট: এ গাণিতিক সমস্যা সমাধানের জন্য আয়, ব্যয় এবং উত্তোলনের কোনো প্রয়োজন নেই।
35. নিচের কোন হিসাবটি বছর শেষে বন্ধ করা হয় না?
A. প্রাপ্য সুদ
B. বিক্রীত মালের ক্রয়মূল্য
C. বিক্রয় আয়
D. অবচয় খরচ
36. প্রাপ্য হিসাব থেকে চেকে প্রাপ্তি ৩,২৫০ টাকা যা ভুলে নগদ বইতে ৩,৫২০ টাকা লেখা হয়েছে। এই ভুলটি ব্যাংক সমন্বয় বিবরণীতে কীভাবে দেখাতে হবে?
[DU: 21-22)
A. নগদ বইয়ের সাথে যোগ হবে ২৭০ টাকা
B. ব্যাংক বিবরণী থেকে বিয়োগ হবে ২৭০ টাকা
C. ব্যাংক বিবরণীর সাথে যোগ হবে ২৭০ টাকা
D. নগদ বই থেকে বিয়োগ হবে ২৭০ টাকা
Answer Keys: 25.A 26.C 27.C 28.B 29.D 30.A 31.B 32.B 33.B 34.B 35.A 36.D
ব্যবসায় নীতি
37. যখন কোনো অংশীদারি কারবারের কোনো নির্দিষ্ট স্থায়িত্বকাল থাকে না তখন তাকে--- বলা হয়?
A. ঐচ্ছিক অংশীদারি কারবার
B. নির্দিষ্ট অংশীদারি কারবার
C. সীমাবদ্ধ অংশীদারি কারবার
D. নির্দিষ্ট সময়ের অংশীদারি কারবার
38. হেনরি ফেওল (Henri Fayol) ছিলেন একজন-।
A. লেখক
B. অভিনয়শিল্পী
C. শিল্পপতি
D. ব্যবস্থাপক
39. নিয়ন্ত্রণের ভিত্তি কী?
A. বাজেট
B. নেতৃত্ব
C. নির্দেশনা
D. পরিকল্পনা
40. কোম্পানি দেউলিয়া ঘোষিত হলে সবার আগে কাদের পাওনা পরিশোধ করতে হবে?
A. ঋণদাতা
B. বোনাস শেয়ারমালিক
C. অগ্রাধিকার শেয়ারমালিক
D. সাধারণ শেয়ারমালিক
41. 'প্রত্যেক কর্মীর একজন মাত্র ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবেন।'- এটি ব্যবস্থাপনার কোন নীতি?
A. জোড়া-মই শিকল
B. আদেশের ঐক্য
C. কর্ম বিভাজন
D. নির্দেশনার ঐক্য
42. কোনটি পরিমেলবন্ধের ধারা নয়?
A. উদ্দেশ্য
B. ঠিকানা
C. পরিচালক নিয়োগ
D. অবস্থান
43. রাষ্ট্রপতির আদেশে গঠিত হয় কোন কোম্পানি?
A. বিধিবদ্ধ
B. নিবন্ধিত
C. সনদপ্রাপ্ত
D. সংরক্ষিত
44. নিচের কোনটি একমালিকানা কারবারের বৈশিষ্ট্য নয়?
A. অসীম দায়
B. অনিশ্চিত স্থায়িত্ব
C. আইনগত অস্তিত্ব নেই
D. আনুপাতিক হারে মুনাফা বণ্টন
45. ব্যবস্থাপনার নীতিসমূহের বৈশিষ্ট্য -------।
A. স্থির
B. নমনীয়
C. অস্থিতিস্থাপক
D. অনমনীয়
46. আন্তর্জাতিক বাণিজ্যে কোনটি মালিকানা সনদ হিসেবে ব্যবহৃত হয়?
A. বিল অব ল্যাডিং
B. বিল অব এন্ট্রি
C. প্রত্যয়পত্র
D. চার্টার পার্টি
47. ব্যবসায় কোন ধরনের সংগঠন?
A. প্রাকৃতিক
B. রাজনৈতিক
C. সামাজিক
D. ধর্মীয়
48. মাসলোর চাহিদা তত্ত্ব অনুযায়ী 'পেনশন' নিচের কোন ধরনের চাহিদা?
A. আত্ম-বিকাশ
B. নিরাপত্তা
C. সামাজিক
D. জৈবিক
Answer Keys: 37.A 38.D 39.D 40.A 41.B 42.C 43.A 44.D 45.B 46.A 47.C 48.B
মার্কেটিং
49. যেসব পণ্য পূর্ব-পরিকল্পনা ছাড়াই দেখামাত্র ভোক্তাগণ ক্রয় করে সেগুলোকে বলা হয়-
A. শপিং পণ্য
B. লোভনীয় পণ্য
C. জরুরি পণ্য
D. সুবিধাজনক পণ্য
50. নিচের কোনটি ভোগ্য পণ্য নয়?
A. স্থাপনা
B. টেলিভিশন
C. রেফ্রিজারেটর
D. গাড়ি
51. বিপণনের সবচেয়ে পুরাতন ধারণা কোনটি?
A. উৎপাদন
B.পণ্য
C. বিনিময়
D. ভোগ
52. একজন নির্দিষ্ট বাজারজাতকারী কর্তৃক বিক্রীত পণ্য আইটেমসমূহের তালিকাকে বলা হয়------।
A. পণ্য মিশ্রণ
B. পণ্য বৈচিত্র্য
C. পণ্য রণকৌশল
D. পণ্য সারি
53. নিচের কোনটি বিপণনের কাজ নয়?
A. বিক্রয়
B. অর্থায়ন
C. পণ্য ব্যবস্থাপনা
D. কর্মী সন্তুষ্টি
54. কোন পণ্যটি শপিং পণ্য?
A. শ্যাম্পু
B. টুথপেস্ট
C. শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র
D. সাবান
55. বিপণনে কোনটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়?
A. স্থান
B. মূল্য
C. ভোক্তা
D. পণ্য
56. মূল্য নির্ধারণের বাহ্যিক বিবেচ্য বিষয় নয় কোনটি?
A. বাজারের ধরন
B. বিপণন মিশ্রণ
C. পুনঃবিক্রেতার প্রয়োজন
D. সরকারি পদক্ষেপ
57. অযাচিত পণ্য বিক্রয়ের জন্য বিপণনে কোন ধারণাটি উপযুক্ত? পণ্য
A. বিপণন
B. পণ্য
C. উৎপাদন
D. বিক্রয়
58. নিচের কোনটি ভোক্তা বাজার বিভক্তিকরণের আচরণগত ভিত্তি?
A. শিক্ষা
B. পেশা
C. জীবন ধাঁচ
D. আনুগত্য
59. ------ধারণা অনুযায়ী ভোক্তাদের সর্বাধিক পছন্দ সেইসব পণ্য যেগুলো সর্বোচ্চ মান, কর্মক্ষমতা এবং উদ্ভাবনী বৈশিষ্ট্য ধারণ করে।
A, বিপণন
B. পণ্য
C. উৎপাদন
D. বিক্রয়
60. নিচের কোনটি পণ্যের উপাদান নয়?
A. গুণমান
B. ডিজাইন
C. প্যাকেজিং
D. ডিসকাউন্ট
Answer Keys: 49.B 50.A 51.A 52.A 53.D 54.C 55.C 56.B 57.D 58.D 59.B 60.D
ফিন্যান্স এন্ড ব্যাংকিং
61. নিচের কোনটি দীর্ঘমেয়াদি ঋণ?
A. ক্যাশ ক্রেডিট
B. জমাতিরিক্ত উত্তোলন
C. গৃহ ঋণ
D. আন্তঃব্যাংক ঋণ
62. নিচের কোনটি বন্ডহোল্ডারদের ঝুঁকির প্রধান উৎস?
A. আর্থিক ঝুঁকি
B. ব্যবসায়িক ঝুঁকি
C. অ-বৈচিত্র্যপূর্ণ (nondiversifiable)
D. ঝুঁকি
63. কোন ক্ষেত্রে স্বল্পমেয়াদি অর্থায়ন ব্যবহার করা হয়?
A. লভ্যাংশ বিতরণে
B. স্থায়ী সম্পদ সংগ্রহে
C. ঋণ মূলধন পরিশোধে
D. কার্যকরী মূলধনের প্রয়োজন মেটাতে
64. একটি বৈচিত্র্যপূর্ণ পোর্টফোলিওতে আয়ের হার নিচের কোন ঝুঁকি দ্বারা প্রভাবিত হয়?
A. মোট ঝুঁকি
B. বাজার ঝুঁকি
C. কোম্পানি-সংশ্লিষ্ট ঝুঁকি
D. একক ঝুঁকি
65. নিচের কোনটি ইন্টারনেট ব্যাংকিং-এর সুবিধা নয়?
A. সহজ কার্যসম্পাদন
B. সময় বাঁচানো
C. সুবিধাজনক
D. পাসওয়ার্ড সুরক্ষিত রাখা
66. একটি ফার্মের সাধারণ শেয়ারের মূলধন ব্যয় ২০%, অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় ১৫%, এবং ঋণ মূলধনের ব্যয় ১০%। এর সাধারণ শেয়ারের মূলধন ভার ৪০% এবং অগ্রাধিকার শেয়ারের মূলধন ভার ঋণ মূলধনের ভারের সমান। ফার্মের করের হার ৪০% হলে ফার্মের ভার-আরোপিত মূলধন ব্যয় কত হবে?
A. ১২.৫%
B. ১৩.৭%
C. ১৫.৫%
D. ১৪.৩%
67. ইমরান ১০ টাকা অভিহিত মূল্যের একটি শেয়ার ১০০ টাকায় ক্রয় করে ১০% লভ্যাংশ পায়। ১ বছর পরে শেয়ারটি ৯০ টাকায় বিক্রয় করে। তার আয়ের হার কত?
A. 0%
B. -৯%
C. -১০%
D. ২০%
68. যদি দুটি শেয়ার X ও Y-এর প্রত্যাশিত আয়ের হার যথাক্রমে ১২% ও ১৫% এবং তাদের আদর্শ বিচ্যুতি যথাক্রমে ২০% ও ৩০% হয়, একজন রক্ষণশীল বিনিয়োগকারী কোন শেয়ারটি কিনবে?
A. X
B. Y
C. X ও Y
D. দুটির কোনোটি নয়
69. গড়পড়তা বিমায় ১০,০০০ টাকার সম্পত্তি ২০,০০০ টাকায় বিমা করা হলে এবং ক্ষতির পরিমাণ ৫,০০০ টাকা হলে বিমা কোম্পানি কত টাকা ক্ষতিপূরণ দেবে?
A. ৫,০০০ টাকা
B. ১০,০০০ টাকা
C. ২০,০০০ টাকা
D. ১৫,০০০ টাকা
70. ঝুঁকি ও আয়ের মধ্যে কী ধরনের সম্পর্ক বিদ্যমান?
A. ধনাত্মক
B. ঋণাত্মক
C. সমানুপাতিক
D. নিরপেক্ষ
71. কোন নীতির ভিত্তিতে স্বামী তার স্ত্রীর জীবনের ওপর বিমা করতে পারে?
A. সদ্বিশ্বাসের নীতি
B. বিমাযোগ্য স্বার্থের নীতি
C. আর্থিক ক্ষতিপূরণের নীতি
D. নিকটবর্তী কারণের নীতি
72. নিচের কোনটি হস্তান্তরযোগ্য দলিল?
A. অঙ্গীকারপত্র
B. বাণিজ্যিকপত্র
C. ট্রেজারি বিল
D. প্রত্যয়পত্র
Answer Keys: 61.C 62.A 63.D 64.B 65.D 66.C 67.B 68.A 69.B 70.A 71.B 72.A